মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্ণের বার উদ্ধার, বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা

সাইফুল ইসলাম,ঝিনাইদহ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা এক সন্দেহভাজন ব্যক্তিকে ভারতের দিকে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। তবে ওই ব্যক্তি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পোটলাগুলো উদ্ধার করে ক্যাম্পে আনা হলে সেগুলোর মধ্যে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জব্দ তালিকা তৈরি করে স্বর্ণগুলো ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে শনাক্ত করার জন্য অভিযান চলছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top