পরিবেশ সুরক্ষায় ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

“ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে”এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার সকাল ১০টায় ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ঝিনাইদহ জেলা উন্নয়ন সমবায় সংগ্রাম কমিটির সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, ডা. শফিউল আলম সোহাগ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন দিপু, ডা. মেহেদী ইসলাম, ডা. জাকির হোসেন, ডা. আনারুল ইসলাম,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, ইসলামী ব্যাংক হাসপাতালের ইনচার্জ আনোয়ার হোসেনসহ স্বাস্থ্য ও গণমাধ্যম সংশ্লিষ্ট অনেকেই।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানো এখন সময়ের দাবি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নির্মল পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজক সংস্থা জানিয়েছে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রধান সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং আলোচনাসভার আয়োজনও থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতাল চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top