বনি আমিন, কালীগঞ্জ:
গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের যোদ্ধাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। পুলিশের উপস্থিতিতে প্রশাসনের গাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ বহন করে।
প্রধান অতিথি জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. অলিউর রহমান বলেন, “এটি স্পষ্টভাবে প্রমাণ করে, দেশে এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকারকে অবিলম্বে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ইসলামী মূল্যবোধ, শান্তি ও শৃঙ্খলা থাকবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, টুপিওয়ালাদের মর্যাদার বাংলাদেশ।”
সভাপতির বক্তব্যে উপজেলা আমির আব্দুল হক মোল্লা বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে কালীগঞ্জ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।