কামরুন নাহার রুনু
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর: সমাজকর্ম দ্বিতীয় পত্র
অষ্টম অধ্যায়, বাংলাদেশে আন্তর্জাতিক, সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের সার্বিক উন্নয়নে ইউএনডিপির অবদান সম্পর্কে লেখ।
উত্তর: বাংলাদেশের সার্বিক উন্নয়নে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের যুগে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে ইউএনডিপির ভূমিকা অপরিসীম। যেমন- বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে PRSP প্রকল্পে ইউএনডিপির সহায়তা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্রিয়করণ, প্রশাসনের দায়িত্বশীলতা, জবাবদিহি নিশ্চিতকরণ, স্বচ্ছতা ইত্যাদি ব্যাপারে ইউএনডিপি সহায়তা করে থাকে। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইউএনডিপি তাৎপর্যমূলক ভূমিকা পালন করে থাকে। এভাবে ইউএনডিপি বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রশ্ন: সংক্ষেপে UNDP-এর পরিচিতি ব্যাখ্যা করো।
উত্তর: UNDP-এর পূর্ণরূপ হচ্ছে United Nations Development Programme। এটি জাতিসংঘের সর্ববৃহৎ উন্নয়নমূলক সংস্থা। স্বল্পোন্নত দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জাতিসংঘের মাধ্যমে সাহায্য করার লক্ষ্যে ১৯৬৫ সালের ১ নভেম্বর এ সংস্থাটি গঠিত হয়। বিশ্বের প্রায় সব দেশেই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত। মোট ৪৮ জন সদস্য নিয়ে এর পরিচালনা পর্ষদ গঠিত।
প্রশ্ন: UNDP-এর কার্যক্রম পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: ইউএনডিপি তার কার্যক্রম পরিচালনায় যেখানে যে ধরনের পদ্ধতি প্রয়োজন, সেখানে সে ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে। বাংলাদেশের কৃষি শ্রমিকরা অসংগঠিত ও বিচ্ছিন্ন হওয়ায় তারা নানাভাবে নির্যাতিত, বঞ্চিত ও শোষিত হচ্ছে। কাজেই ইউএনডিপি কৃষি কার্যক্রমের আওতায় কৃষকদের নিয়ে দল গঠন করে দল সমাজকর্ম পদ্ধতি ও সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে তাদের উন্নয়নের চেষ্টা করে থাকে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ইউএনডিপি সমষ্টি উন্নয়ন পদ্ধতি ব্যবহার করে থাকে। আবার ইউএনডিপির স্বাস্থ্য কার্যক্রমে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন লক্ষ করা যায়।
প্রশ্ন: UNDP-এর একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর: UNDP-এর অন্যতম একটি উদ্দেশ্য হলো- নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে নারীর অংশীদারত্ব বাড়ানো। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই সংস্থাটির উদ্দেশ্য।
প্রশ্ন: UNDP গঠন করার কারণ কী?
উত্তর: উন্নয়নশীল ও অনুন্নত দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে UNDP গঠন করা হয়। বিভিন্ন রাষ্ট্রে দারিদ্র্যের হার কমিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বিভিন্ন সংকট প্রতিরোধে সহায়তা করা এ সংগঠনটির উদ্দেশ্য। এ জন্য UNDP বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে একটি জাতিকে উন্নত করে গড়ে তুলতে চেষ্টা করে।
প্রশ্ন: বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ইউএনডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশ বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এ দেশের বিভিন্ন সামাজিক সমস্যার মূলে রয়েছে দারিদ্র্য। দারিদ্র্য শুধু সমস্যাই নয় বরং আরও অন্যান্য সমস্যার কারণও বটে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের গৃহীত প্রকল্পগুলোর মধ্যে বেশির ভাগ প্রকল্পেই ইউএনডিপির ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ PRSP প্রকল্পে ইউএনডিপির সহায়তা নেওয়া হয়েছে। তাই দারিদ্র্য বিমোচনে ইউএনডিপির গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।
প্রশ্ন: দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দেশে উৎপাদন কম হলে, আয় কম হয়। আয় কম হলে সঞ্চয় কম হয়, সঞ্জয় কম হওয়ায় বিনিয়োগ কম হয়। ফলে মূলধন কম যায়, যার ফলে উৎপাদনে প্রভাব পড়ে। উৎপাদন, আয়, সঞ্চয়, বিনিয়োগ ও মূলধনের এই চক্রাকার প্রবাহকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। সাধারণত অনুন্নত দেশে এ ধরনের পরিস্থিতি বেশি দেখা যায়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ইউনিসেফ ও ইউএনডিপি
১। ইউনিসেফ কত সালে গঠিত হয়?
(ক) ১৯৪০ সালে (খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৬৬ সালে
২। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভায় (খ) নিউইয়র্কে (গ) রোমে (ঘ) প্যারিসে
৩। ইউনিসেফ জাতিসংঘের কোন পরিষদের অধীনে কাজ করে?
(ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(খ) সাধারণ পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) অছি পরিষদ
উত্তর: ১. গ, ২. খ, ৩. ক।
লেখক: প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা