অরূণ শিকদার
নবম শ্রেণির প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তৃতীয় অধ্যায়, ইন্টারনেট ও ওয়েব পরিচিতি
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ সহজ করেছে’। বিষয়টির ব্যাখ্যা দাও।
উত্তর: শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ সহজ করেছে। কেননা একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানতে ইন্টারনেট ব্যবহার করতে পারে, কোনো বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের জন্য ভিডিও দেখতে পারে, নিজেদের যাচাই করতে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে পারে, ঘরে বসেই পছন্দের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ফরম কিনতে পারে এবং পরীক্ষার ফলাফল জানতে পারে।
প্রশ্ন: ই-বুকের মাধ্যমে পাঠকদের কী সুবিধা হয়?
উত্তর: ই-বুকের মাধ্যমে পাঠকদের যেসব সুবিধা হয় তা হলো-
১. ই-বুক দ্রুত ডাউনলোড করে তাৎক্ষণিকভাবে যেকোনো স্থানে পড়া সম্ভব।
২. ব্যবহারিকভাবে এটি সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসেই ই-বুক সংরক্ষণ করা যায়।
৩. এমনকি মুদ্রণযোগ্য বলে প্রিন্ট করেও পড়া যায়।
প্রশ্ন: ডিজিটাল কনটেন্ট বলতে কী বোঝায়?
উত্তর: ডিজিটাল কনটেন্ট হলো এমন এক ধরনের কনটেন্ট যা ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয়। এতে লিখিত তথ্য, ছবি, শব্দ এবং ভিডিও অন্তর্ভুক্ত থাকে। এটি কম্পিউটারে ফাইল আকারে বা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে।
প্রশ্ন: ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয় কেন?
উত্তর: ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয় কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশে, ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত লাখ লাখ কম্পিউটার ও সার্ভারে সংরক্ষিত তথ্যের বিশাল সম্ভার। এখানে বিভিন্ন ধরনের তথ্য যেমন-শিক্ষামূলক, বিনোদন, ব্যবসা, গবেষণামূলক তথ্য ইত্যাদি সহজে খুঁজে পাওয়া যায় এবং ব্যবহার করা যায়। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে এই বিশাল তথ্য ভান্ডারে প্রবেশ করা সম্ভব।
প্রশ্ন: ই-কমার্স ওয়েব পোর্টালের দুটি সুবিধা উল্লেখ করো।
উত্তর: ই-কমার্স ওয়েব পোর্টালের দুটি সুবিধা হলো-
১. পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে প্রয়োজনীয় ও পছন্দমতো পণ্য নির্বাচন করা যায়।
২. পণ্য কেনাবেচার ব্যবস্থা থাকে, যেখানে অর্ডার ও পেমেন্ট সার্ভিস যুক্ত থাকে।
প্রশ্ন: ওয়েব এনাবেলড ডেটাবেজের সুবিধা কী?
উত্তর: ওয়েব এনাবেলড ডেটাবেজে ইন্টারনেট বা লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ডেটা অ্যাক্সেসের সুবিধা দেয়। ওয়েব এনাবেলড ডেটা বেজের প্রধান সুবিধা হলো এর ব্যবহারকারীরা যে কোনো স্থান থেকে যে কোনো সময় ডেটা অ্যাক্সেস করতে পারে। এটি ব্যবহারকারীদের দূর থেকে ডেটা সার্চ, ভিজিট এবং প্রয়োজন অনুযায়ী ডেটা ডাউনলোড করার সুযোগ করে দেয়। যেমন- ঘরে বসেই ক্রেতা বিক্রেতার ওয়েব এনাবেলড ডেটাবেজের মাধ্যমে তৈরি ওয়েবসাইটে অ্যাক্সেস ও পণ্য সার্চ করতে পারে।
প্রশ্ন: Reload/Refresh কমান্ড কেন প্রয়োজন?
উত্তর: যেসব ওয়েব পেজের ডেটা অনবরত পরিবর্তন হয় সেসব ওয়েব পেজ পড়ার সময় মাঝ পথে কোনো তথ্য পরিবর্তন হয়েছে কি না, তা দেখতে Reload/Refresh কমান্ড দিতে হয়। ডাইনামিক ওয়েব পেজের জন্য এই কমান্ড খুবই গুরুত্বপূর্ণ, যা ব্যবহারকারীকে ওয়েব পেজের সর্বশেষ ডেটা দেখায়।
লেখক: শিক্ষক, লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ