ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রকম্পিত হলো পায়রা চত্বর

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, সরকারি মেডিকেল কলেজ এবং পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ঝিনাইদহ জেলার উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি সরকারি মেডিকেল কলেজ, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। এসব প্রতিষ্ঠা হলে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনাহার মহিলা কলেজের উপাধ্যক্ষ এন এম শাহাজালাল।
বক্তব্য দেন আমিনুল রহমান, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঠু, বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান পিন্টু ও শফিকুর রহমান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি রুহুল আমিন, রেল আব্দুল্লাহ, পুরোহিত শ্রী গাঙ্গলী প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন উই এনজিও’র পরিচালক সরিফা খাতুন। বক্তারা দ্রুত সময়ে এসব দাবির বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top