ঊষার ৪০ বছর পূর্তিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ঊষার ৪০ বছর পূর্তিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

মেজবাউর রহমান
ঊষার ৪০ বছর পূর্তিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন(ঊষা) এর চল্লিশ বছর পূর্তীতে ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বৃক্ষরোপন কর্মসূচী ও বৃক্ষরোপনের জন্য চারাগাছ বিতরন কর্মসূচী পালিত হয়েছে। ১৫ই জুন রোববার এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

সরেজমিনে দেখা যায় কালিগঞ্জ উপজেলার প্রধান ঈদগাহ সরকারী ভূষণ স্কুল মাঠ প্রঙ্গনে একটি স্থান পতিত অবস্থায় ছিলো এবং এটি ঊষা নেতৃবৃন্দের নজরে আসলে তারা এটি একটি বাগান করার ইচ্ছা পোষন করেন।কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি বাগান প্রস্তুত ও ঊষার চল্লিশ বছর পূর্তিতে ৪০টি গাছ বিতরন করা হয়।

এসময় স্বেচ্ছাশ্রমে অংশগ্রহন করেন ঊষার নতুন কেন্দ্রীয় সভাপতি জনাব শিবলী রহমান পাভেল, কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব যোবায়ের মাহমুদ ,কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী মেজবাউর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক আশিকুর রহমান সহ অন্যান্য ঊষা নেতৃবৃন্দ।

উল্লেখ্য ঊষা একটি অরাজনৈতিক সংগঠন এবং এটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, অসচ্ছলদের শিক্ষাবৃত্তি প্রদান,বিভিন্ন ক্যাম্পেইন,বনায়ন,ক্যারিয়ার কাউন্সেলিং,রি ইউনিয়ন সহ নানা কার্যক্রম পরিচালনা করে।

আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Scroll to Top