কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত। “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রাসঙ্গিক ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহিন আলম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা। আলোচনায় বক্তারা বলেন, তামাক এক নীরব ঘাতক, যা প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬০ লাখ মানুষের অকাল মৃত্যুর কারণ। তামাকসেবনের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির নয়, পুরো সমাজ ও দেশের ওপরও দীর্ঘমেয়াদি ছাপ ফেলে। তারা বলেন, “তামাক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবি। তামাকমুক্ত একটি প্রজন্ম গড়ে তুলতে হলে এখনই সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ১৯৮৭ সাল থেকে প্রতি বছর ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন করা হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য মানুষকে তামাক ও নিকোটিন সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, এবং তামাক কোম্পানির নানা কৌশল ও প্রচারণার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তামাকবিরোধী শপথ গ্রহণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। দিবসটির এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top