শৈলকুপা

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

এ.এস আব্দুস সামাদ

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত। তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি।এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে ২০২৫, শনিবার শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পআয়োজক হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা প্রশাসন, শৈলকুপা, ঝিনাইদহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এবং পপসুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তামাক একটি নীরব ঘাতক। এটি যেমন ব্যক্তির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি পরিবেশ, অর্থনীতি এবং সামগ্রিক সমাজব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “তামাক চাষ আমাদের মাটি ও ফসল উভয়কেই ধ্বংস করছে। কৃষকদের তামাক চাষ থেকে বিরত রেখে বিকল্প কৃষিপণ্য চাষে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলো নানা কৌশলে কৃষকদের প্রলুব্ধ করে যা প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনের ক্ষতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনসমূহকে এর বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ জানানো হয়।

আলোচনা সভার শেষভাগে তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকারে একসাথে শপথ গ্রহণ করেন সকল অংশগ্রহণকারী।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top