শৈলকুপায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

এ.এস আব্দুস সামাদ:

শৈলকুপায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার বার (২৮মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, “সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র কনসাল্টেন্ট (মেডিসিন) ডা. প্রসেনজিৎ কুমার পার্থ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন। বক্তারা পুষ্টির গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সকল শ্রেণির মানুষকে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top