ইসমাঈল আল জাযারী সাইন্স ফেস্ট

ইসলামী ছাএশিবির এর আয়োজিত ইসমাঈল আল জাযারী সাইন্স ফেস্ট, ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আব্দুস সামাদ

ইসলামী ছাএশিবির এর আয়োজিত ইসমাঈল আল জাযারী সাইন্স ফেস্ট, ২০২৫ অনুষ্ঠিত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইসমাইল আল-জাযারী সাইন্স ফেস্ট ২০২৫’। ১৯ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলা এ ব্যতিক্রমধর্মী বিজ্ঞান উৎসবে অংশ নেয় কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, কালিগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে আগত খুদে ও কিশোর বিজ্ঞানীরা।

উৎসবটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি ছিল মেধা ও উদ্ভাবনের এক উন্মুক্ত পাঠশালা। ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, কালীগঞ্জসহ দেশের দূর-দূরান্ত থেকে আগত খুদে ও কিশোর বিজ্ঞানীরা নিজেদের আবিষ্কার ও চিন্তার জগৎ তুলে ধরেছে এখানে। সৌরচালিত গাড়ি, পরিবেশবান্ধব যন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলসহ নানা অভিনব উদ্ভাবন ছিল চোখে পড়ার মতো।

এই ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত সাধারণ মানুষ অভিভূত। এক প্রবীণ দর্শনার্থীর কথায়, “এই শিশুদের চোখে স্বপ্ন আছে, হাতে আছে কর্ম—আমরা আশাবাদী।”
রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, “দেশের ভবিষ্যতের জন্য এমন উদ্যোগ যুগান্তকারী। যারা এই ফেস্টে অংশ নিয়েছে, তারা আগামী দিনের বৈজ্ঞানিক নেতৃত্ব দেবে।”

প্রশাসনের পক্ষ থেকেও ছিল সরব উপস্থিতি। এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “এ আয়োজন শুধু বিজ্ঞান নয়, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতিচ্ছবিও বটে। আয়োজকরা যে নিষ্ঠা ও সৌন্দর্যের সাথে এটি সম্পন্ন করেছেন, তা প্রশংসার দাবিদার।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, “ইসমাইল আল-জাযারীর নামে বিজ্ঞান ফেস্ট আয়োজন সত্যিই তাৎপর্যপূর্ণ। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই নতুন প্রজন্ম যেভাবে বিজ্ঞানচর্চায় মনোযোগী হচ্ছে, তা জাতির জন্য আশার আলো।”

আয়োজক সংগঠনের এক প্রতিনিধি জানান, “আমাদের লক্ষ্য—তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকশিত করা। এই উৎসব তারই একটি অংশ। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top