শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার মদ উদ্ধার ও ধংস 

ওয়ালিউল্লাহ

শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার মদ উদ্ধার ও ধংস ।ঝিনাইদহের শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার মদ উদ্ধার ও ধংস করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ দিকে শৈলকুপা থানার সামনে হরিজন পল্লীতে সেনাবাহিনীর মেজর আসিফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

উল্লেখ্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে শৈলকুপায় অবৈধ মাদক ব্যবসার রমরমা বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। শৈলকুপা থানার পাশে হরিজন সম্প্রদায়ের মধ্যে মদপানের জন্য মাসে নির্দিষ্ট হারে বাংলামদ নিয়ে আসার পারমিট থাকলেও সেটাকে পুঁজি করে শত শত লিটার বাংলা মদ, ভারতীয় মদ মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

এছাড়াও শৈলকুপার বহু স্থানে মাদক কারি সক্রিয় রয়েছে। মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া চরগোলক নগর চায়ের দোকানের, কেরাম বোর্ড খেলার আড়ালে রাতভর চালানো হয় মাদক ব্যবসা।

মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ইতি মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আটক করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। তিনি আরো জানায়, মাদক ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবেনা। যেখানেই মাদক ব্যবসা ও জুয়ার আসরের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আলামত ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না, মাদক কারবারিদের নির্দিষ্ট তথ্য লাগবে।

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top