মহেশপুরে স্কুলছাত্রী নিহত

প্রাইভেট কারের ধাক্কায় মহেশপুরে স্কুলছাত্রী নিহত

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ

প্রাইভেট কারের ধাক্কায় মহেশপুরে স্কুলছাত্রী নিহত হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারের ধাক্কায় সাদিয়া খাতুন (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা করছিল। এ সময় মাদক সেবন করে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম। তার চালানো প্রাইভেট কারটি গিয়ে সোজা বিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে এবং খেলা করা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় সাদিয়া খাতুনসহ চারজন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সাদিয়াকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়। আহত বাকি তিন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top