ঈদের ছুটিতেও অব্যাহত স্বাস্থ্যসেবা

ঈদের ছুটিতেও অব্যাহত স্বাস্থ্যসেবা: ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ নবজাতকের জন্ম

লালন মন্ডল, ঝিনাইদহ-
ঈদের ছুটিতেও অব্যাহত স্বাস্থ্যসেবা: ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ নবজাতকের জন্ম। খন সারা দেশ ঈদুল আজহার আনন্দ-উৎসবে ব্যস্ত, তখন ঝিনাইদহের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের জন্য নিরবিচারে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। ঈদের ১০ দিনের ছুটিতেও সেবা বন্ধ হয়নি একদিনের জন্যও।

ঈদের ছুটির মধ্যেই ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ জন গর্ভবতী মায়ের স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সম্পন্ন হয়েছে—সিজার ছাড়াই। এসব ডেলিভারি হয় কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিবেদিত তত্ত্বাবধানে।

জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোজাম্মেল করিম জানান, “২০২৪ সাল থেকে এ কেন্দ্রটি ২৪/৭ ডেলিভারি সেবা দিয়ে আসছে। ঈদের ছুটিতেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। প্রসবসেবা, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ক সব ধরনের সেবা স্বাভাবিকভাবেই চালু ছিল।”

চিকিৎসা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সাদমান ফাহিম। তাদের তত্ত্বাবধানে দায়িত্বশীল পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ দক্ষতার সঙ্গে ১১ জন মায়ের স্বাভাবিক প্রসব নিশ্চিত করেন।

এছাড়া কিছু গর্ভবতী মায়েকে টেলিফোনের মাধ্যমেও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
সেবা নিতে আসা এক মা, আশা আকলিমা বলেন, “আমরা গরিব মানুষ, বড় শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এই কেন্দ্রেই আমরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নেই। ডাক্তার-ম্যাডামরা আন্তরিকভাবে আমাদের পাশে থাকেন।”

এমন নিবেদিত সেবা সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। ঝিনাইদহের এই স্বাস্থ্যসেবার ধারা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top