সীমান্তে হত্যা বন্ধে বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান – এনসিপি নেতা নাহিদ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

সীমান্তে হত্যা বন্ধে বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান – এনসিপি নেতা নাহিদ। বাংলাদেশ-ভারত সীমান্তে সাধারণ নাগরিকদের উপর নৃশংস হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ২৫ বছরে বিএসএফ সীমান্তে ১২০০-এর বেশি বাংলাদেশিকে হত্যা করেছে, যা একটি ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে অনুষ্ঠিত এনসিপি’র পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র-জনতা শহিদ হয়েছেন। তাদের রক্ত আমাদের প্রেরণা। আমরা এই প্রেরণাকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে চাই,যেখানে থাকবে না দুঃশাসন, দলীয় বিচার বা একনায়কতন্ত্র।তিনি আরও বলেন, আমরা হাসিনা সরকারের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের নেতৃবৃন্দ তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন এবং শহীদ সাব্বিরের বাবা আমোদ আলী।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সফর শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝিনাইদহে পৌঁছান। এরপর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে পদযাত্রা শুরু হয়, যা শহরের পায়রা চত্বরে এসে শেষ হয়। হাজারো সাধারণ মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাত নেড়ে এই পদযাত্রাকে স্বাগত জানান।

Scroll to Top