রাষ্ট্রীয়ভাবে দুরূদ পাঠের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

রাষ্ট্রীয়ভাবে দুরূদ পাঠের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রীয়ভাবে দুরূদ পাঠের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কার্যক্রমে মহানবী হযরত মুহাম্মদের (সা.) প্রতি দুরূদ পেশ করার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ।

শনিবার পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক দুরুদ পাঠের মাহফিল থেকে এ আহ্বান জানানো হয়।

মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীসহ জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, ঢাকা আলিয়ার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব জিনাত হোসাইন উপস্থিত ছিলেন।

মাহফিলে দুরূদ পেশ ও ও মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি নাজির আহমদ।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ন আহবায়ক সাইয়েদ কতুব বলেন, হযরত মোহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সময়ে বিশ্ব মানবতার মুক্তির মহান দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন। প্রিয় নবীজী (সা.) জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় উত্তম আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন।

তিনি আরও বলেন, নবীজী (সা.) সমাজে বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মূলতঃ আধুনিক রাষ্ট্রীয় জীবনেও তার আদর্শ অনুসরণ করলেই সকলের সমান অধিকার ও দুর্বল অসহায়ের প্রতি সহানুভূতি তথা ইহসান কায়েম করা সম্ভব।

আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী চূড়ান্ত কে সে?
আরো পড়ুন
৪৪ বছর পর আবারও চাকসুতে শিবিরের নেতৃত্ব — ভিপি-জিএসসহ ২৪ পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর জয়
আরো পড়ুন
IMG-20251012-WA0011
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
কালীগঞ্জে জামায়াত নেতার নামে মিথ্যা সংবাদ প্রচার
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Scroll to Top