নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ঝিনাইদহের সাত ছাত্রনেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার দুই বছর আড়াই মাস পর অবশেষে বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টায় এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে ঝিনাইদহ জেলার সাত তরুণ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।
শৈলকুপা উপজেলার এস এম আল মাহমুদ দিপু চবি ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় রাজপথে সক্রিয় ছিলেন তিনি।
একই উপজেলার আরেক তরুণ রাজনীতিক ফয়সাল প্রান্ত বাবর পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ। তিনি পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কালীগঞ্জ উপজেলার চার তরুণও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ। এরা হলেন —
শাহরিয়ার লিমন (যুগ্ম সাধারণ সম্পাদক),
মো. রোহান (সহ সাংগঠনিক সম্পাদক),
রাহুল প্রত্যয় (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক)
এবং সাইফ মাহমুদ (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক)।
এর মধ্যে শাহরিয়ার লিমন চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
এছাড়া কোটচাঁদপুর উপজেলার সাকিব হাসান সহ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
ঝিনাইদহের এসব তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তি ছাত্রদলের রাজনীতিতে জেলার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।