সাইফুল ইসলাম, ঝিনাইদহ
এপ্রিলে নির্বাচন, নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। আগামী এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের প্রস্তাব এক-এগারোর কৌশলের পুনরাবৃত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (১১ জুন) ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এপ্রিল গরমের সময়, মানুষ ফসল নিয়ে ব্যস্ত থাকে। ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা থাকে। এতে ৪০ শতাংশের কম ভোট দেখিয়ে পুনঃভোট ও অনির্বাচিত সরকারের সুযোগ তৈরি হতে পারে।”
তিনি দাবি করেন, “বিএনপি ও গণঅধিকার পরিষদসহ বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও মাত্র তিনটি দলের মতামতের ভিত্তিতে এপ্রিলের সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে।”
চট্টগ্রাম বন্দর ও করিডোর ইস্যুতে তিনি বলেন, “মানবিক করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করা হলে জনগণ তা মেনে নেবে না।”
সরকারি উপদেষ্টাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “তাদের পিএস ও এপিএসরা দুর্নীতিতে জড়িত। এমন পরিস্থিতিতে এ সরকার সংস্কারের নামে ব্যর্থ হচ্ছে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।