ওপেনএআইয়ের নতুন চমক আসছে জিপিটি-৪.১

ওপেনএআইয়ের নতুন চমক আসছে জিপিটি-৪.১

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিবিশ্বে নতুন আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি নতুন এআই মডেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ। ওপেনএআইয়ের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, আসন্ন মডেলগুলোর মধ্যে অন্যতম হতে পারে ‘জিপিটি-৪.১’, যা আগের জিপিটি-৪ মাল্টিমোডাল মডেলের উন্নত সংস্করণ।

গত বছর উন্মোচিত জিপিটি-৪ ছিল ওপেনএআইয়ের অন্যতম ফ্ল্যাগশিপ মডেল, যা একই সঙ্গে অডিও, ভিজ্যুয়াল ও টেক্সটের তাৎক্ষণিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানাতে পারে। নতুন সংস্করণ জিপিটি-৪.১ মডেলে সেই ক্ষমতা আরও নিখুঁত ও দ্রুত করার চেষ্টা করা হয়েছে। এবার ওপেনএআই জিপিটি-৪.১ মডেলের পাশাপাশি ‘জিপিটি-৪.১ মিনি’ ও ‘জিপিটি-৪.১ ন্যানো’ সংস্করণও নিয়ে আসছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে এই মডেলগুলো বাজারে আসতে পারে।

এ ছাড়া ওপেনএআই তাদের ‘ও৩ রিজনিং’ মডেলের পূর্ণাঙ্গ সংস্করণ এবং ‘ও৪ মিনি’ নামের একটি হালকা সংস্করণ আনার পরিকল্পনাও করছে। প্রযুক্তি বিশেষজ্ঞ তিবো ব্লাহো ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে এই নতুন মডেলগুলোর উল্লেখ দেখতে পান, যা এআই কমিউনিটিতে নতুন মডেল আসার গুঞ্জন আরও জোরালো করেছে। সূত্র বলছে, ও৩ এবং ও৪ মিনি আগামী সপ্তাহে বাজারে আসতে পারে। তবে ওপেনএআই তাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্সে এক পোস্টে ‘রোমাঞ্চকর ফিচার’ আনার ইঙ্গিত দিয়েছেন। তবে এটি ও৩ এবং ও৪ মিনির সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়। সূত্র সতর্ক করে জানিয়েছে, সক্ষমতার সমস্যার কারণে ওপেনএআই সম্প্রতি কিছু নতুন মডেলের প্রকাশনা বিলম্বিত করেছে। তাই জিপিটি-৪.১ মডেলের উন্মোচন পেছাতে পারে।

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ইমেজ জেনারেটরের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গত মাসে ওপেনএআই তাদের ইমেজ জেনারেশন টুলের ব্যবহারের চাহিদা সামাল দিতে সাময়িকভাবে ব্যবহার সীমিত করতে বাধ্য হয়। সম্প্রতি স্যাম অল্টম্যান এক্সে এক পোস্টে বলেন, ‘আমাদের জিপিইউগুলো প্রায় গলতে বসেছে।’ এটি প্রতিষ্ঠানটির সার্ভার ব্যবস্থাপনার চ্যালেঞ্জকে স্পষ্ট করে।

Scroll to Top