কালীগঞ্জে জামায়াতের যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালীগঞ্জে জামায়াতের যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে জামায়াতের যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন যুব বিভাগের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, “যুবকরাই জাতির মূল শক্তি। তারা যদি ইসলাম ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে অটল থাকে, তবে ইনশাআল্লাহ দেশে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” তিনি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে থেকে ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে আল্লাহভীতিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের তরবিয়ত সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের তরবিয়ত সম্পাদক ও জামায়াত মনোনীত ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলীনুর রহমান, যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ এবং তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা খালিদ হাসান প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা বিল্লাল হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গঠনের লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

আরো পড়ুন
আরো পড়ুন
ঝিনাইদহে এসএসসি/সমমান পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের হেল্প ডেস্ক চালু
আরো পড়ুন
আরো পড়ুন
Scroll to Top