ডেস্ক রিপোর্ট
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে এগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুন ও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে যান। এ সময় তারা লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ তিনটি বস্তু দেখে পুলিশের খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিদ্যালয়ের ছাদে বোমা সদৃশ বস্তু থাকার রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।