মেজবাউর রহমান, ঝিনাইদহ
২০ এপ্রিল ২০২৫ রবিবার ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদ কমিটির পরিচিতি সভা, সংবাদ সম্মেলন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।বিকালে শহরের শহীদ মিনার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সংগঠনটি।
সংগঠনটির সভাপতি জনাব মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সবুর।সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আরিফা ইয়াসমিন লিম্পা রেলপথ বাস্তবায়নের যথার্থতা ও যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।

উক্ত কর্মসূচিতে সকল স্তরের নেতা-কর্মী সহ ঝিনাইদহ শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ রেলপথ বাস্তবায়নের দাবি তুলে ধরেন এবং বলেন, “ঝিনাইদহ শহরে রেলপথ চাই এটা আমাদের দাবি নয়, অধিকার। ঝিনাইদহে রেলপথ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ইনশাআল্লাহ “।
উক্ত অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক জাহিদ হাসান,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহিনুর রহমান লিটন,বিশিষ্ট সমাজ সেবক গাউস গোর্কি,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আইসিটি বিভাগ ও কার্যকরী সদস্য শামিম আহম্মেদ টফি।
এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসান ইমাম হিমু,সহ সাংগঠনিক মিথুন জুয়েল বাবু,কার্যকরী সদস্য মাহাবুব মল্লিক,ফখরুদ্দিন মুন্না,সমাজ চিন্তক জাহিদুর রহমান।
বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রিপোর্টারস ইউনিটের সভাপতি এম এ কবির,ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল,জেলা জাসাসের যুগ্ন আহবায়ক মো: জাহিদুর রহমান,ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের নেতা মাওলানা ওবায়দুর রহমান,ডুসাজের সম্মানিত সদস্য তুফাজেল মৃধা হারুন প্রমুখ।