মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুর উপজেলা কমিটির অনুমোদন উপলক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে হৃদয় হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর, যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার, মুখপাত্র ফাওজিয়া ফারিয়া, উপজেলা সদস্য সচিব ফায়াজ আহমেদ অনিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়েই আজ রাজনৈতিক নেতারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন। তারা বিভেদ ও অহংকার পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক আলী হাসান, পথপ্রদর্শক সাকিফ আল হাসান, হামিদুর রহমান রানা, অয়ন রহমান খান, তানভির জামান প্রতিক প্রমুখ।