Img 20250422 Wa0011

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই মদসহ নারী আটক

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকা থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি ওই এলাকার বাসিন্দা উত্তম দাসের স্ত্রী। কালীগঞ্জ থানা পুলিশের তথ্যমতে, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে শিখা রানীর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে ৫০টি ৫০০ মিলিলিটারের বোতলে ছিল ২৫ লিটার এবং ১০টি ২ লিটারের বোতলে ছিল ২০ লিটার—মোট ৪৫ লিটার চোলাই মদ। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “মাদকমুক্ত কালীগঞ্জ গড়তেই আমাদের এ অভিযান। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আটক শিখা রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।

Scroll to Top