ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্টিত| দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই। এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের মৎস্য ভবন ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় জেলা দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এ র্যালিতে অংশ নেন ও উদ্বোধন করেন লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এমরান হোসেন চৌধূরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ বিশ^াসসহ বিচারক, আইনজীবী, আইনজীবীর সহকারীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে লিগ্যাল এইডের চেয়ারম্যান সিনিয়র ও দায়রা জজ মোঃ এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথিবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা জানান, অস্বচ্ছল মানুষের বিনামুল্যে আইনী সেবা ও মানুষের নানা সমস্যা, সংকট, হয়রানি ও মামলার জটিলতা নিয়ে লিগ্যাল এইড কমিটি কাজ করে চলেছে। উপকারভোগীরা ঠিকমতো সেবা পাবার কারনে মানুষ তাদের সমস্যা নিয়ে বেশি আসছে। সেবা প্রত্যাশীদের সেবা ও মামলা নিস্পত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছে ঝিনাইদহ।
আলোচনা সভার আগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীক্ষা-নিরিক্ষা করা হয়।