নজরুল মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কোলা ও জামাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোলা বাজার সোনালী ব্যাংকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নজরুল মোল্লার রাজনৈতিক আদর্শ তুলে ধরে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আলী, বিএনপি নেতা আব্দুল লতিফ তরফদার, মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা নাহিদুজ্জামান নাহিদ, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, বিএনপির একটি গোষ্ঠী সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা জানান, নজরুল ইসলাম মোল্লা সবসময় দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যার ফলে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানববন্ধনকারীরা বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top