ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫.২২ লাখ টাকায়

ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫.২২ লাখ টাকায় সাইকেল স্ট্যান্ড ইজারা: ঝিনাইদহ সদর হাসপাতালে স্বচ্ছতার দৃষ্টান্ত

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫.২২ লাখ টাকায় সাইকেল স্ট্যান্ড ইজারা: ঝিনাইদহ সদর হাসপাতালে স্বচ্ছতার দৃষ্টান্ত। ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে বাইসাইকেল স্ট্যান্ডের ইজারায় দেখা গেছে এক নজিরবিহীন স্বচ্ছতা। শনিবার (২১ জুন) সকালে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে ৫ লাখ ২২ হাজার টাকায় স্ট্যান্ডটির ইজারা সম্পন্ন হয়। পূর্বে যার মূল্য ছিল মাত্র ৮০ হাজার টাকা।

হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের বলিষ্ঠ পদক্ষেপেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিলাম অনুষ্ঠানে তিনি বলেন, “আমি যতদিন এই হাসপাতালে দায়িত্বে আছি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকবো এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো। যেকোনো সংকটে আমি সাধারণ ছাত্রদের পাশে চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটিকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে ইজারা নেওয়ার যে সংস্কৃতি চলছিল, তা ভেঙে দিয়েছেন ডা. মোস্তাফিজ। সিন্ডিকেট ভেঙে দিয়ে তিনি ফিরিয়ে এনেছেন হাসপাতালের সুনাম।

সবার আশা, ডা. মোস্তাফিজুর রহমানের এই সাহসিকতা ও স্বচ্ছতা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top