ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট স্থাপনের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে “ঝিনাইদহ উন্নয়ন সংস্থা সমন্বয় কমিটি”।

আগামী শনিবার (১৪ জুন) সকাল ১০টায় সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হবে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল বাসার বলেন, “ঝিনাইদহের প্রায় ২০ লক্ষ মানুষের চিকিৎসা ভরসার কেন্দ্র এই সদর হাসপাতাল। কিন্তু এখনও এখানে নেই আধুনিক আইসিইউ, সিসিইউ বা ডায়ালাইসিস ইউনিট—যা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও জানান, জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঢাকায় বা খুলনায় পাঠাতে গিয়ে অনেক সময় প্রাণ হারাতে হয়। তাই দ্রুত এসব জরুরি ইউনিট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সাথে সাথে এসব দাবি আদায়ের জন্য আগামীকাল শনিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে ঝিনাইদহের সকল কর্মরত সাংবাদিক বৃন্দগনকে উপস্থিত থেকে লেখনীর মাধ্যমে সেগুলো তুলে ধরার আহ্বান করেন তিনি।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top