ঝিনাইদহে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি, জেলা প্রশাসকের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি

ঝিনাইদহে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি, জেলা প্রশাসকের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ঝিনাইদহে আইসিইউ-সিসিইউ স্থাপনের দাবি, জেলা প্রশাসকের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি। ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ (ICU), এনআইসিইউ (NICU), সিসিইউ (CCU), কিডনি ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৫ জুন) দেওয়া ওই চিঠিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, জেলার বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা চাহিদা পূরণে হাসপাতালটি একমাত্র ভরসা হলেও এখানে নেই আধুনিক জরুরি চিকিৎসা ইউনিটসমূহ। বিশেষ করে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ইউনিট না থাকায় গুরুতর রোগীদের ঢাকাসহ অন্যান্য জেলায় পাঠাতে হচ্ছে, যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে।

এই অবস্থায়, ঝিনাইদহবাসীর চিকিৎসার মানোন্নয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে সুপারিশ পাঠাতে জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top