আধুনিক চিকিৎসা সেবার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আধুনিক চিকিৎসা সেবার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
আধুনিক চিকিৎসা সেবার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন। ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’।

শনিবার সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের কাছে পাঁচ দফা দাবিনামা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

সমাবেশে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নিউরো সায়েন্স হাসপাতাল ঢাকার ডা. শফিউল আলম সোহাগ, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি এম.এ. কুদ্দুস, মো. আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন ও রেল আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবা একটি মৌলিক অধিকার। অথচ ঝিনাইদহ সদর হাসপাতালে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতির অভাবে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জটিল রোগের চিকিৎসার জন্য যশোর, খুলনা কিংবা ঢাকায় ছুটতে হচ্ছে। অবিলম্বে ৫ দফা দাবি পূরণের মাধ্যমে হাসপাতালটিকে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার বলেন, সরকার যদি দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top